|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের সুরমা নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধের নাম, কাশেম আলী (৫৫)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।
রোববার ১৩ই জুন সকালে ওই বৃদ্ধের লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে জেলার দোয়ারাবাজার উপজেলার শরীফপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় নদী থেকে লাশ উদ্ধার করে। কিন্তু মৃত ব্যক্তির পরিচয় তখন পাওয়া যায়নি।
আজ রোববার সকালে মৃত কাশেম আলীর ছেলে ও ইউপি সদস্য থানায় এসে পরিচয় ও ঠিকানা সনাক্ত করার পর ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের বলেন- কাশেম আলীর মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে।