|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা’ এই স্লোগান নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে জামালপুরে শুরু হলো দেশের প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবার জিপি মডেল।
শুক্রবার ২৬শে মার্চ বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এম এ রশিদ চক্ষু হাসপাতালের চত্বরে ইউনাইটেড ট্রাস্ট ও সিমেড হেলথের যৌথ উদ্যোগে জিপি স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক প্রফেসর এ বি এম আবদুল্লাহ।
উদ্বোধনী অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্হাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশিদ, এই অনু্ষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এছাড়াও জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামারুজ্জামান, পৌরসভায় মেয়র শফিক জাহেদী রবিন, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল এ জে এম ফজলুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম শাহাব উদ্দিনের হাতে স্বাস্থ্যসেবার জিপি মডেল তুলে দেন অতিথিরা।
নয়ানগর ইউনিয়নে সাত হাজার পরিবারের প্রায় ৩২ হাজার মানুষ এই ডিজিটাল মাধ্যমে চিকিৎসা সেবা পাবেন। তাদের প্রত্যেকেরই একটি করে ডিজিটাল হেল্থ আকাউন্ট তৈরি হবে যেখানে তাদের স্বাস্থ্যের সকল তথ্য নিবন্ধিত থাকবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড ট্রাস্টের এমডি ডা. আনোয়ার হোসেন।