|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
ফার্ষ্ট এইড বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ২০শে জুলাই সোমবার এই প্রশিক্ষণের সার্বিক সহায়তা দেয় বেসরকারী সংস্থা এসোড।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার। এছাড়াও আবাসিক মেডিকেল অফিসার সুভ্রাংশু সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুন্দরগঞ্জ স্টেশনের ইনচার্জ নারায়ণ চন্দ্র বর্মা ও ফায়ারম্যান রাশেদুল ইসলাম প্রশিক্ষণের নানা দিক নিয়ে কথা বলেন।
এ উপলক্ষ্যে কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, এসোডের ফিল্ড অফিসার মোক্তার হোসেন।