সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি শেফু সম্পাদক সেলিম

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু ও সাধারণ স¤পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম নির্বাচিত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু ও সাধারণ স¤পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম নির্বাচিত হয়েছেন। সোমবার দিনভর ভোটশেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফাওয়াদুল জাওয়াদ এই দু’জনকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে ৪০৯ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শেফু প্রতিদ্বন্দ্বিতা করলেও ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শেফু। অন্য দুই প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ১১২ ভোট এবং অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস ৬০ ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং অন্য দুই প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ১১৮ ভোট ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদর উদ্দিন ৫১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া অ্যাডভোকেট মো. নানু মিয়া ২০৬ ভোট ও মুহাম্মদ আজিজুর রউফ ২৪২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী ২৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রমজান আলী ২১২ ভোট পেয়ে সহ- সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট মোহাম্মদ জমির উদ্দিন ২০৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মনজু মিয়া। অ্যাডভোকেট জিয়াউর রহমান সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক, অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন নবী, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহীদ নূর রহমান নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সংবাদ সারাদিন