|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ২০ভাগ হাওরভাতা দেয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষকরা। বুধবার ১৭ই ফেব্রুয়ারি সকাল ১১টায় হাওরভাতা বাস্তবায়ন কমিটির উদ্যোগে জেলার দোয়ারাবাজারে অবস্থিত মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়, মিতালী উচ্চ বিদ্যালয় ও বড়খলা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়ার পর সমাবেশ করেন।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যক্ষ এস. এম সৈয়দ হুসেন, রফিকুল ইসলাম, মজিবুর রহমান, প্রধান শিক্ষক ময়না মিয়া, সহকারী শিক্ষক আবুল কালাম, মছদ্দির আলী, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অহিদুর রহমান, আব্দুল আজিজ, এনামুল হক, দীপঙ্কর চৌধুরী প্রমুখ।