সুনামগঞ্জে স্বামী হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীও কারাগারে

সুনামগঞ্জে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাতক স্ত্রীর নাম রেনু বেগম (৩৫)।রোববার ৭ই ফেব্রুয়ারী সকাল ১১টায় ঘাতক

|| সারাবেলা প্রতিনিধি, (হাওরাঞ্চল) সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাতক স্ত্রীর নাম রেনু বেগম (৩৫)।

রোববার ৭ই ফেব্রুয়ারী সকাল ১১টায় ঘাতক রেনু বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ

নিহত স্বামীর মোঃ আলেক মিয়া (৬৫)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহর ছেলে। বৃদ্ধ স্বামীকে হত্যা করার পর ঘাতক স্ত্রী রেনু বেগম পালিয়ে যায়।

গতকাল শনিবার (৬ই ফেব্রুয়ারী) রাত ৮টায় জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করে। এঘটনার প্রেক্ষিতে মৃত আলেক মিয়ার বড় মেয়ে আমেনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামের বৃদ্ধ দিনমজুর আলেক মিয়ার দুই স্ত্রী। তার মধ্যে প্রথম স্ত্রীর ঘরে ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। আর দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের কোন সন্তান নেই। সম্প্রতি তাকে বিয়ে করেছে। তবে রেনু বেগমের এর আগে আরো ২ বিয়ে হয়েছে। দিনমজুর আলেক মিয়া রেনু বেগমকে বিয়ে করার পর পারিবারিক কলহ বেড়ে যায়। একারণে দ্বিতীয় স্ত্রী রেনু বেগমকে নিয়ে আলেক মিয়া আলাদা ভাবে বসবাস করতেন।

এমতাবস্থায় গতকাল শনিবার (৬ই ফেব্রুয়ারী) সকালে পারিবারিক বিষয়াদি নিয়ে আলেক মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের ঝগড়া হয়। এসময় লাঠি দিয়ে বৃদ্ধ আলেক মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ঘরের দরজা খোলা রেখেই দ্বিতীয় স্ত্রী রেনু বেগম পালিয়ে যায়। এলাকার লোকজন ঘরের দরজা খোলা দেখে ভিতরে ডুকে এবং বৃদ্ধ আলেক মিয়া মৃত দেহ বিচানায় পড়ে থাকতে দেখতে পায়।

এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় মৃত আলেক মিয়ার মাথায় লাঠির আঘাতের চিহ্ন পাওয়া যায়। আর এই ঘটনাটি তাৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে ব্যাপাক সমালোচনার ঝড় উঠে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ সারাদিন