|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে সরকারী খাল দখল করে যুক্তরাজ্য প্রবাসী কর্তৃক অবৈধ ভাবে নির্মিত ব্রিজ উচ্ছেদ করেছে প্রশাসন। সেই সাথে অঙ্গিকার নামা নিয়ে আদায় করা হয়েছে জরিমানা। আর এই ঘটনাটি ঘটেছে জেলার প্রবাসী অধ্যুসিত উপজেলা জগন্নাথপুরে। তবে প্রবাসীর এই অবৈধ কর্মকান্ডের ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা ও উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা যায়- জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মইনুল ইসলামের বাড়ির সামনে প্রায় ৩০ফুট প্রস্তের একটি সরকারী খাল রয়েছে। আর সেই খালটি দখল করার জন্য দীর্ঘদিন যাবত নানা ভাবে পাঁয়তারা করছিল ওই প্রবাসী ও তার পরিবারের লোকজন। কিন্তু কোন উপায় না পেয়ে অবশেষে ওই খালের মাঝে ১২ফুট প্রস্তের একটি ব্রিজ নির্মাণ শুরু করে।
আর এই বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে উপজেলা ভূমি অফিস জানতে পারে। পরে প্রবাসী মুইনুল ইসলামকে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা একাধিক বার বাঁধা দেন,খালের ওপর অবৈধ ভাবে ব্রিজ নির্মাণ না করার জন্য। কিন্তু প্রবাসী মইনুল ও তার পরিবারের লোক আইন অমান্য করে সরকারী খালের ওপর অবৈধ ভাবে ব্রিজ নির্মাণ কাজ গোপনে চালিয়ে যায়।
তাই বৃহস্পতিবার ২১শে জানুয়ারি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ওই খালের ওপর অবৈধ ভাবে নির্মিত ব্রিজটি ভেংঙ্গে ফেলেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত সাংবাদিকদেরকে বলেন- অভিযান চালিয়ে যুক্তরাজ্য প্রবাসী মইনুল ইসলামের নির্মিত ব্রিজটি উচ্ছেদ করে খালটি দখল মুক্ত করা হয়েছে। ওই সময় প্রবাসী মইনুলকে না পেয়ে তার কেয়ারটেকার আবুল কাসেমকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং খালটি যেন আর দখল না করে, এই মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।