|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জ জাতীয় দৈনিক সংবাদ ও আঞ্চলিক দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর প্রতিনিধি ও তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে গাছে বেঁধে নির্যাতনে জড়িত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রইছ উদ্দিন। বয়স চল্লিশ। তিনি জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাগটিয়া গ্রামের আনামত আলীর ছেলে। বুধবার ভোর ৪টার দিকে সীমান্তের যাদুকাটা নদীর আদর্শগ্রামে অবৈধভাবে তৈরি করা পাথর কোয়ারীর পাহারা দেওয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্যাতিত সাংবাদিক কামাল হোসেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাগটিয়ার মাহমুদ আলী শাহ (৩৮), একই গ্রামের আনামত রইছ উদ্দিন (৪০), দীন ইসলাম (৩৫), মুশাহিদ তালুকদার (৪৫),ইউপি মেম্বর মনির উদ্দিনসহ (৫২)মোট ১১জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরই জেরে মঙ্গলবার ভোরে পুলিশী অভিযানে মাহিবুল মিয়া, তাহের মিয়া, আনহার মিয়া ও ফয়সাল মিয়াকে গ্রেফতার করা হয়। কিন্তু গডফাদার হাবিব সারোয়ার আজাদ মিয়া ও তার চাচাতো ভাই মাহমুদ আলী শাহকে এখনও পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি।
গতকাল সোমবার (১লা ফেব্রুয়ারী) সকাল ১০টায় সীমান্তের যাদুকাটা নদীর গাগটিয়া এলাকা দিয়ে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনের খবর পেয়ে ফটো তুলতে গেলে সাংবাদিক কামাল হোসেনের ওপর অকথ্য নির্যাতন চালায় হাবিব সারোয়ার ও তার লোকজন। ছিনিয়ে নেয় ক্যামেরা, মানিব্যাগ, মোবাইল ও মোটর সাইকেল।