|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে ভারতীয় মহসহ ৪জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
রোববার ১৩ই জুন দুপুরে আদালতের মাধ্যমে ৪ মাদক ব্যবসায়ীকে কারাঘারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে নানু মিয়া (৫৫)একই গ্রামের আব্দুল কাসেমের ছেলে নুর মোহাম্মদ (৩৫) ও পার্শ্ববর্তী ডলুরা গ্রামের মৃত আলী মন্তাজের ছেলে মোঃ আশিক মিয়া (২১), মৃত রেকমত আলীর ছেলে আব্দুর রহমান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১২ জুন) সন্ধ্যায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী নানু মিয়া, নুর মোহাম্মদ, আশিক মিয়া ও আব্দুর রহমানকে গ্রেফতার করে র্যাব ৯ এর সদস্যরা। পরে রাতেই তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার সিঞ্চন আহমেদ সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত ৪জন পেশাদার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে।