সুনামগঞ্জে ভাইয়ের হামলায় ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জে ভাইয়ের হামলা গুরুতর আহত ভাইয়ের মোস্তফা আনোয়ার এনাম (৪০) মৃত্যু হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে ভাইয়ের হামলা গুরুতর আহত ভাইয়ের মোস্তফা আনোয়ার এনাম (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২০শে মে দুপুর ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মোস্তফা আনোয়ার এনাম জেলার ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের মৃত মনিত মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার (১৩ মে) ইফতারের আগে মোস্তফা আনোয়ার এনামের চাচাতো ভাই দবির মিয়া তার লোকজন নিয়ে হামলা চালায়।

এঘটনায় মোস্তফা আনোয়ার গুরুতর আহত হলে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। এমতাবস্থায় আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আহত মোস্তফা আনোয়ার এনামের মৃত্যু হয়।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পর মৃত মোস্তফা আনোয়ার এনামের ভাই মোস্তফা দেলোয়ার পারভেজ বাদী হয়ে ঘাতক চাচাতো ভাই দবির মিয়া ও তার স্ত্রীসহ ৯জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। 

সংবাদ সারাদিন