সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ ২০২১ এর উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ ২০২১ এর উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার দুপুরে  সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মল্লিকপুরস্থ খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন আহমেদ টিপু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াউল হক, মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রেজা প্রমুখ। সুনামগঞ্জে সরকারীভাবে এ বছর ২৫ হাজার ৮৭০ মেট্রিকটন ধান ক্রয় করবে সরকার।

সংবাদ সারাদিন