|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নে মধুরাপুর গ্রামে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হলে জমিতে কাজ করার সময় ফখরুল (৪৭) ও ফজলু (৪৫) নামের আপন ২ ভাইয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ২ সদস্যকে হারিয়েছে শোকে স্তব্ধ ও বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। বজ্রপাতে একই পরিবারে দুই ভাই নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিরাই থানার ওসি আজিজুর রহমান।