সুনামগঞ্জে ধর্ষনে অভিযুক্ত যুবক কারাগারে

সুনামগঞ্জে ধর্ষনে অভিযু্ক্ত যুবক আনসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামের আফরোজ আলীর ছেলে।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে ধর্ষনে অভিযু্ক্ত যুবক আনসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টায় আনসার আলীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা ১৬বছর বয়সের এক কিশোরীকে তার নিজবাড়ি থেকে গত ১৫ই জানুয়ারী সন্ধ্যায় অপহরণ করে নিয়ে যায় আনসার আলী। এরপর ওই কিশোরীকে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষন করে। এমন অভিযোগ তুলে ওই কিশোরীর মা বাদী হয়ে যুবক আনসার আলীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেন। পরে পুলিশ নির্যাতিত কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন- কিশোরীকে ধর্ষনের অভিযোগে তার মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক আনসার আলীকে বুধবার ২০শে জানুয়ারি সন্ধ্যায় পাটলী থেকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সারাদিন