সুনামগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড়ভাই আটক

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া (৩৮)। তিনি জেলার ছাতক উপজেলা

|| সারাবেলা প্রতিনিধি, (হাওরাঞ্চল) সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া (৩৮)। তিনি জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। এঘটনায় বড়ভাই সমুজ মিয়া (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ৫ই ফেব্রয়ারী সকাল ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেই গ্রেপ্তারকৃত ঘাতক বড়ভাইকে জেলহাজতে পাঠানো হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত পারিবারিক নানান বিষয়াদি নিয়ে বড়ভাই সমুজ মিয়ার সাথে ছোট ভাই পারভেজ মিয়ার মনোমালিন্য চলছিল। তারই জের ধরে গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল অনুমান ৫টায় সময় দুই ভায়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি হয়। তাদের দুজনের ঘটনার সময় দুইভাই সমুজ মিয়া ও পারভেজ মিয়া কাজের সুবাধে বাড়ির বাহিরে ছিল। সন্ধ্যায় ৬টায় কাজ শেষে দুই ভাই বাড়িতে ফেরার পর তাদের দুই স্ত্রী তাদের দুজনের ঝগড়ার ঘটনাটি জানায়। এসময় আবারও দুই স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় দুইভাই তাদের স্ত্রীদের পক্ষ নিয়ে ঝগড়া শুরু করে।

একপর্যায়ে দুইভায়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় বড় ভাই সমুজ মিয়া উত্তেজিত হয়ে তার ছোট ভাই পারভেজ মিয়াকে লোহার রড দিয়ে বুকে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় পারভেজ মিয়াকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত অনুমান ৭টায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পরে রাত ১০টায় নিহতের লাশ ছাতকে এসে পৌছার পর পুলিশ উদ্ধার করে। এবং ঘাতক বড়ভাই সমুজ আলীকে গ্রেপ্তার করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছোট ভাইকে হত্যার দায়ের ঘাতক বড়ভাই সমুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদ সারাদিন