সুনামগঞ্জে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৩০

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ও  ১৩০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ জনের।

সুনামগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হয়েছে ৮৬ জন, তাহিরপুরে ৮ জন, ছাতকে ১০ জন, জগন্নাথপুরে ৯ জন, জামালগঞ্জে ৬ জন, বিশ্বম্ভরপুরে ৩ জন, দোয়ারাবাজারে ১ জন, ধর্মপাশায় ৫ জন, শাল্লায় ২ জন নতুন করে শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত বছরের ৩০ মার্চ থেকে সুনামগঞ্জে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়। প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপ্রিল। এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ০১৪জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪৫৬৭ জন, সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৩০ জন, করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জন।

সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। এই পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

সংবাদ সারাদিন