|| সারাবেলা প্রতিনিধি, হাওরাঞ্চল,সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে মসজিদের এক ইমামের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
দায়ের করা অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ওই নির্যাতিত নারী। ২৮ বছর বয়সী ঐ নারীর ৪টি ছেলেমেয়ে। তার স্বামী পাশ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার একটি মসজিদের ইমাম। তাই বেশির ভাগ সময় ওই মসজিদেই থাকতে হয় তাকে।
স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গত সোমবার ২৫শে জানুয়ারি রাত অনুমান সাড়ে ১২টার সময় একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে জহিরুল ইসলাম (২২) বসতঘরের দরজা খুলে ভিতরে ঢুকে ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। গৃহবধু চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে লম্পট জহিরুল। তখন দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় পাশের রুমে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে ঘুম থেকে উঠে ছুটে আসে এবং ঘরের বাতি জ্বালিয়ে দেন। ততক্ষণে লম্পট জহিরুল পালিয়ে যায়।
ঘটনাটি পরদিন জানাজানি হওয়ার পর পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। পরে সালিস বিচারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য গোপনে চেষ্টাও করা হয়। কিন্তু নির্যাতিত গৃহবধু সুবিচার না পেয়ে অবশেষে লম্পট জহিরুল ইসলামকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
শুক্রবার ২৯শে জানুয়ারি সকাল ১১টায় এঘটনার ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন- ইমামের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।