সুনামগঞ্জের ৯ হেফাজত ও ১ যুবদলকর্মীর বিরুদ্ধে ডিএসএতে মামলা

ছাত্রলীগের এক নেতাকে নিয়ে ফেসবুকে কুটক্তি করায় স্থানীয় জাতীয়তাবাদী যুবদল ও হেফাজতে ইসলামের ১০ কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে(ডিএসএ) মামলা হয়েছে।

ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে কুটক্তি

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

ছাত্রলীগের এক নেতাকে নিয়ে ফেসবুকে কুটক্তি করায় স্থানীয় জাতীয়তাবাদী যুবদল ও হেফাজতে ইসলামের ১০ কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে(ডিএসএ) মামলা হয়েছে। শনিবার ১০ই এপ্রিল রাত ১১টায় মামলাটি করেছেন ছাত্রলীগ নেতা আফজাল খান। তিনি ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আন্তর্জাতিক উপ-সম্পাদক ও সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে।

মামলায় অভিযুক্তরা হলেন, ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের হেফাজত কর্মী শেখ রেজাউল করিম(২২), হরিপুর গ্রামের তুষার আব্দুল্লাহ(২১), একই গ্রামের মনিরুজ্জামান মনির(২৩), বাদে হরিপুর গ্রামের ওমর ফারুক(২৫), একই গ্রামের হাফেজ সাঈদ আহমদ(২০), রবিউল হাসান(২৩), আব্দুস শহিদ খান(২২), হাফেজ নোমান আহমেদ (২৫), একই গ্রামের মনির মিয়া(২৩)ও মহেষপুর গ্রামের যুবদল কর্মী রাজীব আকবর(৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আফজাল খান। এরপর ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে লাঞ্ছিত হন ওই ছাত্রলীগ নেতা। এ ঘটনার পর আফজাল খানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ কারণে ধর্মপাশা থানার ওসি দিলোয়ার হোসেনসহ আরো দুই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এছাড়া জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও বহিস্কার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে থানায় মামলা করেন ছাত্রলীগ নেতা আফজাল খান।

এঘটনার পর থেকে আফজাল খানকে নিয়ে ফেসবুকে নানান কুটক্তি শুরু হয়। ধর্মপাশা থানার ওসির দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ছাত্রলীগ নেতার দায়ের করা মামলার তদন্ত চলছে।

সংবাদ সারাদিন