সীমান্তহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিবাদ

সীমান্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

সীমান্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার সাড়ে ১১ টার দিকে শহরের পাঠানপাড়ার দলীয় কার্যালয় থেকে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্যান্য।

সমাবেশে হারুনুর রশিদ বলেন, ভারতের সঙ্গে একদিকে বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরেকদিকে সীমান্তে হত্যা এক সঙ্গে চলতে পারে না। বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ না থাকায় সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না।

 

সংবাদ সারাদিন