|| সারাবেলা প্রতিনিধি, সিলেট ||
সিলেট নগরের কাজীটুলায় খুন হয়েছেন নববধূ তামান্না বেগম। গত রোববার রাত ১২টার দিকে ১৯ বছর বয়সী এই বধূকে খুন করা হয়। খুনের পরই পালিয়ে গেছেন স্বামী মো. আল মামুন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, তামান্নার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তামান্নার ভাই সৈয়দ আনোয়ার হোসেন জানিয়েছেন, সোমবার সকাল থেকে তামান্না ও তার স্বামী আল মামুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি মামুনের আত্মীয় স্বজনের নম্বরও বন্ধ ছিল। এতে তাদের সন্দেহ হয়। দুপুরের দিকে পুলিশ নিয়ে কাজীটুলার অন্তরঙ্গ এ/৪ নম্বর ভাড়া বাসায় গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান তারা। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বিছানায় তামান্নার লাশ।
নিহত তামান্নার পৈতৃক নিবাস দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকায়। তবে তারা বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্বামী মো. আল মামুনের বাড়ি বরিশালের হোগলার চরে।
পারিবারিক আয়োজনে তামান্নার বিয়ে হয়েছিল গত ৩০শে সেপ্টেম্বর গোলাপগঞ্জের খান কমিউনিটি সেন্টারে। স্বামী আল মামুন নগরের জিন্দাবাজারের আল মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্সের মালিক। বিয়ের আগের দিন ২৯শে সেপ্টেম্বর আল মামুন কাজীটুলার বাসা ভাড়া নিয়েছিলেন।