সিরাজগঞ্জে ৮ মাদক ব্যাবসায়ি ও জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ আট মাদক ব্যাবসায়ি ও জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ আট মাদক ব্যাবসায়ি ও জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার ৬ই এপ্রিল রাতে জেলা সদর ও সলঙ্গা থানায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে বুধবার দুপুরে পাঠানো প্রেস বিঞ্জপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া ১ নং চায়না বাধ এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিনে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের অতিথি আবাসিক হোটেল থেকে চার জুয়াড়িকে আটক করা হয়। এ বিষয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সারাদিন