|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাবের অভিযানে ৯’শ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিযান র্যাব-১২।
শুক্রবার ১৬ই এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে বেলকুচি থানাধীন চরদুল গাগড়াখালী মধ্যপাড়ার পরিত্যক্ত চৌচালা টিনের ঘরের ভিতর থেকে ৯০০গ্রাম গাজাঁ ও ৬টি মোবাইলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরধুল গাগড়াখালী গ্রামের মৃত গোলজার সরদারের ছেলে নুহু সরদার, কর্যাণপুর পূর্বপাড়ার মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা, শ্যামনগরের খলিল শেখের ছেলে শান্ত আলী শেখ, টিয়াশিয়া স্কুলপাড়ার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, কান্দাপাড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে পরিক্ষিত কুমার বিশ্বাস ও তাড়াশের নওগাঁ মাজার এলাকার মৃত আলাউদ্দিন সরকারের ছেলে আনোয়ার হোসেন সরকার।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।