সিরাজগঞ্জে ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের কাছে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ।

হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা. রামপদ রায় প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস এবং সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দরা।

একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মিনিটে ১০ লিটার করে বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করতে পারে।

সংবাদ সারাদিন