|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে মহান মে দিবস উপলক্ষে চৌরাস্তা প্রেস ক্লাব চত্বরে লাল পতাকা মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, কৃষক ফ্রন্টের নেতা রফিকুল ইসলাম, এমদাদুল হক, শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বাবু, টুইষ্টিং মিল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মমিরুল হক মুন্না, ইজিবাইক শ্রমিকদের সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমূখ।
বক্তারা বলেন, মহান মে দিবসের চেতনায় শ্রমিক শ্রেণীকে ঐক্য বদ্ধ হয়ে ৮ ঘন্টা শ্রম জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, বাঁশখালির শ্রমিক হত্যার বিচার, নিহত আহতদের ন্যায় সংগত ক্ষতিপূরণ সহ করোনাকালিন লগডাউনে কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা, শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।