সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার অন্যতম আসামী জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

।। সরাবেলা প্রতিবেদেন, সিরাজগঞ্জ ।।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার অন্যতম আসামী জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার গভীর রাতে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে আল-আমিনকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গ, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার ষ্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারী হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্বক জখম করা হয়।

হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৯দিন পর মৃত্যুবরণ করেন বিজয়। বিজয় মারা যাবার আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে আল-আমিন সহ ১০/১২ জনের নামে সদর থানায় মামলা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন