|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জে ক্লাবফুট বা বাঁকা পায়ের শিশুদের খাদ্যসহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা গ্লেনকো ফাউন্ডেশন। সংগঠনটি ওয়াক ফর লাইফ প্রকল্প বাঁকা পায়ের পাতার অভিশাপমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। ওয়াক ফর লাইফ ও অস্ট্রেলিয়ান এইড এর সহায়তায় মঙ্গলবার ৯ই মার্চ সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫টি পরিবারে মধ্যে এই খাদ্যসহায়তা দেয়া হয়। এসব খাদ্যসহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১টি সাবান, ২টি ব্যাগ ও ৫টি সার্জিকেল মাস্ক।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উপজেলার সমাজসেবা অফিসার সোহেল রানা, ক্লিনিক ম্যানেজার মমতাজ সুলতানা , ফিজিওথেরাপিস্ট নুরু আহমেদ সৌরভ, ক্লিনিক কাউন্সিলর আবদুল জলিল প্রমুখ।
এ সময় চিকিৎসাপ্রাপ্ত শিশু এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ক্লাবফুটের চিকিৎসক ও ক্লাবফুট শিশুদের অভিভাবকেরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় সুস্থ হওয়া সন্তানের নতুন ভাবে চলাফেরার কাহিনী বলেন অনেক মা।
নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বাংলাদেশে বিনা খরচে ক্লাবফুট শিশুদের চিকিৎসায় ওয়াক ফর লাইফের এ উদ্যোগকে স্বাগত জানায়।
উল্লেখ্য, ২০১২ সালে সিরাজগঞ্জে ওয়াক ফর লাইফের যাত্রা শুরু হয় , বর্তমানে ৯৭৫ জন চিকিৎসা নিচ্ছে। তাদের সহায়তায় সিরাজগঞ্জে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ক্লাবফুট শিশুদের সেবা দিয়ে যাচ্ছে।