|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন এর আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এ করোনার টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে করোনা ভ্যাকসিনের টিকা নিয়ে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন, ডাঃ জাহিদুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্ববাবধায়ক ডাঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার স্বাচিপ এর সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম হীরা প্রমূখ।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের জন্য বরাদ্দকৃত ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহন করা হয়েছে। মোট ৩৩ টি বুথে এ কার্যক্রম চলবে । ইতি।মধ্যে ৩,৩৪৮ জন্য টিকা নিতে আগ্রহীরা নিবন্ধন সম্পূর্ন করেছেন। ভ্যাকসিন যেনো কোন মতেই মিস ইউজ না হয় এই জন্য স্বাস্থাকর্মীদের ভ্যাকসিন দেয়ার প্রশিক্ষণ হয়েছে।
প্রথম পর্যায়ে জেলার স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধাসহ সরকারি কাজে নিয়োজিত সকলকে ভ্যাকসিন এর আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে তা সাধারণ মানুষের মাঝে প্রয়োগ করা হবে। চার সপ্তাহ পর করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসার।