|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের রায়গঞ্জে রবি মৌসুমের বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আর কিছু দিন পরই মাঠে মাঠে শুরু হবে বোরো ধান লাগানোর যজ্ঞ। তাই একটু আগে ভাগেই মাঠ জুড়ে চলছে বীজতলার জমি তৈরী ও বীজ রোপনের কাজ। সিরাজগঞ্জের আবহাওয়া অনুকুল হওয়ায় এখানে বোরো ধানের চাষ বেশ ভালো হয়। বোরো ও ইরি ধানই এই অঞ্চলের কৃষকের একমাত্র ভরসা। ইরি আমন ধানের চাষটা নির্ভর করে সম্পূর্ণ প্রকৃতির উপর।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. গোলাম রব্বানি জানান, চলতি রবি মৌসুমের বোরো চাষের জন্য রায়গঞ্জে প্রায় ১৯ হাজার ৫’শ হেক্টর আবাদী জমির বিপরীতে ৯’শ হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষমাত্রার চেয়ে বেশি জমিতে বীজতলা তৈরী হতে পারে। কিন্তু কৃষকদের শঙ্কা কুয়াশা নিয়ে। তারা বলছেন, চলতি মৌসুমের শুরুতেই বেশ কুয়াশা পড়ছে। কুয়াশা বেশী থাকলে ধানের বীজ বড় হতে সমস্যা হয়।
সোমবার ৭ই নভেম্বর সকালে উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের কুটারগাঁতী গ্রামে গেলে দেখা যায়, মাঠ জুড়ে চলছে বীজতলার জমি তৈরী ও বীজ রোপনের কাজ। বর্তমানে এখানকার অধিকাংশ কৃষকই দেশীয় জাতের বদলে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ রোপন করছেন। বিজ্ঞানের যুগে দেশের বিভিন্ন এলাকায় আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরী ও বীজ রোপন করা হলেও এই অঞ্চলে এখনও চলছে সেই সনাতন পদ্ধতিতে ধানের বীজতলা তৈরী ও বীজ রোপনের কাজ।
এ ব্যাপারে স্থানীয় কয়ড়া গ্রামের কৃষিবিদ কামরুল হাসান শেখ জানান, তৃণমূল পর্যায়ের চাষীদের উন্নত পদ্ধতিতে বোরো ধান চাষের জন্য প্রশিক্ষণ ও গতানুগতিক পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি ব্যবহার হলে এই অঞ্চলে ধানের আরো বেশী ফলন সম্ভব। বোরো চাষী, শুকুর আলী, আব্দুল খালেক ও পলান শেখ বলেন, মৌসুমের শুরুতে বীজতলা জেগে ওঠায় অনেক কৃষকই আনন্দের সঙ্গে বোরো ধানের বীজতলা তৈরী শুরু করেছে। তবে অনেকের বীজতলা তৈরির নিচু জমি পানিতে ডুবেই আছে। যদিও পানি নিষ্কাশনের চেষ্ট করছে কৃষকরা।
তবে অতিরিক্ত কুয়াশা হলে ধানের চারা গজানোর সমস্য হয়। এতে করে অর্থ ও শ্রম দুটোই নষ্ট হয়। তাই আগেই বীজতলা তৈরি করে ধানের বীজ রোপন করা হচ্ছে। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, বীজতলা তৈরীর সময়ে বেশী কুয়াশা হলে চারা গজানোয় সমস্যা হয়। এক্ষেত্রে ধানের চারার সঙ্কট এড়াতে একটু আগেই কৃষকরা আমাদের পরামর্শ মতো মাঠে নেমেছেন। আমরা আবহাওয়ার কথা মাথায় রেখেই বীজতলা তৈরীসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের সচেতন করতে উপজেলা কৃষি অফিস থেকে নানাবিধ পদক্ষেপ নিয়েছি।