সাড়ে সাত কোটি টাকার ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারী

|| সারাবেলা প্রতিনিধি ,টেকনাফ (কক্সবাজার) ||

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাদকের চালান খালাসের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানের টের পেয়ে ৭কোটি ৫০ টাকা মূল্যের আড়াই লাখ পিস ইয়াবা ও একটি ফিশিং ট্রলার ফেলে পালল পাচারকারী।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দায়িত্বরত ইনর্চাজ সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গত ২৫ আগষ্ট (বুধবার) রাতে টেকনাফ সদর ইউপির হাবিরছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরে নোঙ্গর করা একটি ফিশিং ট্রলার হতে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল অভিযানে যায়।

এসময় সংঘবদ্ধ মাদক কারবারী সদস্যরা অভিযানের টের পেয়ে সটকে পড়লেও নোঙ্গর করা ফিশিং ট্রলার তল্লাশী করে ইয়াবার একটি বস্তাসহ ফিশিং ট্রলারটি জব্দ করে। পরে বস্তাটি খুলে গণনা করে করে ৭কোটি ৫০লাখ টাকা মূল্যের ২লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে তিনি আরো জানান, এই মাদকের চালান বহনে ব্যবহৃত ফিশিং ট্রলারের মালিকানা এবং মাদকের চালানের সাথে কারা জড়িত তা তদন্ত স্বাপেক্ষে বের করার পর আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

সংবাদ সারাদিন