সাভারে ৬ বছরের শিশুকে ধর্ষণ, দোকানী গ্রেফতার

সাভারে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সমর রোজারিও (৫৫) নামে এক দোকানীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

সাভারে  ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সমর রোজারিও (৫৫) নামে এক দোকানীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ২২শে এপ্রিল সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর ওই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে।আটককৃত সমর রোজারিও সাভারের ধরেন্ডা মহল্লার মৃত সিলভীস্টার রোজারিও’র ছেলে ।

ভুক্তভোগীর স্বজনা জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) দুপুরে ধরেন্ডায় নিজ বাড়ির সামনে খেলা করছিল ওই শিশু । এসময় সমর রোজারিও শিশুটিকে  চকলেট ও বিস্কুট খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে দোকানের ভিতরে ডেকে নেন  ।  এরপরে জোরপূর্বক  ধর্ষণ করেন এবং কাউকে এ ঘটনা জানালে হত্যা হুমকি দিয়ে পাঠিয়ে দেয় ।

এদিকে ঘটনার পর দিন শুক্রবার ফের ওই শিশুকে বাড়ির সামনে থেকে ডাকা-ডাকি করে সমর । এসময় পরিবারের অন্যান্য সমস্যদের নজরে আসলে সমরকে ডাকার কারণ জিজ্ঞাসা করে । কিন্তু এসময় সমর ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের উপর ও চড়া হয়। এরপরে ওই শিশু তার পরিবারের স্বজনদের ধর্ষণের ঘটনার জানায় ।

 
এবিষয়ে  সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর জানান, বুধবার  (২১ এপ্রিল ) সন্ধ্যায় ওই ভুক্তভোগী শিশুর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করে । তার ভিত্তিতেই রাতে সমর রোজারিও’কে আটক করা হয়েছে ।

সংবাদ সারাদিন