|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্স কারখানার গোডাউনে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের র্দীঘ সাড়ে ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায় নি । সেই সাথে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।
বৃহস্পতিবার ৫ই আগষ্ট বেলা সাড়ে ১২ টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । এরআগে সকালে ৮.২০ মিনিটে ওই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে ।
ফায়ার সার্ভিস জানায়, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় সিঙ্গারের কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । স্থানীয়দের খবর ভিত্তিতে প্রথমে সাভার থেকে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে । এরপরে একে একে ডিইপিজেড ফায়ার সার্ভিস, মিরপুর ও চামড়া শিল্প নগরীর থেকে মোট দশটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, র্দীঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । কি ভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সুনিদিষ্টভাবে এখনি বলা সম্ভব নয় । সেই সাথে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ।