|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারে বাসের চাপায় হাবিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে ।
রোববার ১২ই এপ্রিল সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি সাভারে হাইওয়ে থানা পুলিশ ।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, সকালে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয় ।
এসময় ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় । পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।