|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
সাভারে বাসচাপায় হাবিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রোববার ১২ই এপ্রিল সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সাভারে হাইওয়ে থানা পুলিশ।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, সকালে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী মারা যান। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।