|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||
সাভারে ১১৪৭ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বুধবার ৩০শে জুন সকালে র্যাব-৪, সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ মাদক উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ।
এরআগে মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন-বিপ্লব হোসেন (৩৮),মো.জহির ইসলাম (৩৮),মোছাঃ রোকেয়া (৩৬ ),মোঃসানোয়ার হোসেন (৩৬), ওমর ফারুক সরদার (৩০),মোছাঃ মহি আক্তার (২৩), আরিফুল রহমান ও রাকিব হাসান (১৮)।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাভারের আনন্দপুরে র্যাবে একটি দল অভিযান চালায় । এসময় ১১৪৭ পিস ইয়াবা, ২ পিস বিয়ারের ক্যান এবং মাদক বিক্রির নগদ ১৭০২৫ টাকা উদ্ধার করে । সেই সাথে মাদকের সাথে জড়িত দুই নারীসহ ৮ ব্যক্তি আটক করে ।
এবিষয়ে র্যাব-৪,সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ র্যাবের জানান, আটককৃত ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য সংগ্রহ করতেন । সেই সাথে ভিন্ন ভিন্ন কৌশলে মানুষের লোকচক্ষুর আড়ালে রাজধানীসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করেন ওই আট ব্যক্তি ।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা ।