|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জেঁকে বসেছে কনকনে শীত। এ শীতে যবুথবু ছিন্নমূল পরিবারের মানুষেরা। এসব মানুষের মধ্যে দামোদরপুর ইউনিয়নের ২ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘মাস্টারপাড়া তরুণ সংঘ’ নামেরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল বিকেলে দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাস্টারপাড়া তরুণ সংঘের সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজু। সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ছামসুজ্জোহা তারা, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, সমাজসেবক আহম্মদ আলী মাস্টার, লুৎফর রহমান বিপুল, আব্দুল ছালাম সরকার ও মোকছেদুল আকন্দ প্রমুখ।
উল্লেখ্য, মাস্টারপাড়া তরুণ সংঘটি প্রতিষ্ঠাকাল থেকে এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তাকরণ, স্বাস্থ্য সেবা ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুর্ণবাসন করাসহ নানা ধরণের সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।