সাঘাটায় জমিবিরোধে ছোট ভাই খুন, দুর্ঘটনায় নিহত এক

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

জেলার সাঘাটা উপজেলায় জমি বিরোধে বড় ভাই খুন করেছে ছোট ভাইকে।গত ১৪ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ছোট ভাই সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ।নিহত আব্দুল মৃত ইজ্জত উল্যার ছেলে। এরা দুজনই উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের বাসিন্দা।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন,  জমি নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তার সৎ ভাই আব্দুস ছাত্তার ও তার ছেলেদের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল আজিজকে মারধর করে আব্দুস ছাত্তার ও তার লোকজন। পরে স্থানীয়রা আব্দুল আজিজকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই দুপুরে সে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

গাইবান্ধায় ট্রাকচাপায় যুবক নিহত

পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাপায় সাব্বির রহমান আশিক (২৪) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। গত ১৪ই জানুয়ারি বৃহস্পতিবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির রহমান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকালে সাব্বির রহমান মোটরসাইকেলে সাদুল্লাপুরের রাঘবেন্দ্রপুর গ্রাম থেকে পলাশবাড়ীতে আসছিলেন। পথে পলাশবাড়ী সদরে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গাইবান্ধা কার্যালয়ের সামনে এলে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সাব্বির। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সংবাদ সারাদিন