|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
বাইসাইকেল পেলো বাগেরহাটের মোল্লাহাটের দুই শ’র বেশী মেধাবী শিক্ষার্থী। মুজিববর্ষ উপলক্ষে মোল্লাহাট উপজেলা সদরের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে শনিবার এই সাইকেল বিতরণ কর্মসূচীর ভার্চুয়াল উদ্বোধন করেন বঙ্গবন্ধুর ভ্রাতষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ মাফফারা তাসনীন, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি তানজীল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও সমমানের ৩০টি প্রতিষ্ঠানের দুই শ’র বেশী শিক্ষার্থীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাইকেল দেয়া হয়। এছাড়া ৭টি ইউনিয়নের ৮০ জন প্রশিক্ষিত দুস্থ নারীকে সেলাই মেশিন ও সহস্রাধিক মানুষকে গরম কাপড় দেয়া হয়।
এদিকে বিনামূল্যে সাইকেল পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।কাহালপুর আলিয়া মাদরাসার শিক্ষার্থী সুমনা আক্তার রিয়া বলেন, আমরা বাড়ি থেকে হেটে মাদরাসায় আসতাম। এখন সাইকেলে চরে মাদরাসায় আসতে পারব, এটা ভাবতেই ভাল লাগছে। শুধু সুমনা নয় অন্যান্য শিক্ষার্থীরাও উচ্ছাস প্রকাশ করেছেন সাইকেল পেয়ে।
মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শেখ শাহিনুল আলম ছানা বলেন, মুজিবর্ষ উপলক্ষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেছি। শুধু স্কুলের শিক্ষার্থী নয়, মাদরাসার শিক্ষার্থীদেরকেও আমরা সাইকেল দিয়েছি।এছাড়া দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন ও অসহায়দেরকে শীতবস্ত্র দিয়েছি।
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে সাইকেল পাওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের। এটা শিক্ষার্থীদের আত্ম বিশ্বাস বৃদ্ধি ও পড়াশুনার মান উন্নয়নে কাজ করবে। সেলাই মেশিন ব্যবহার করে দুস্থ নারীরা তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে বলে মন্তব্য করেন তিনি।