|| সারাবেলা প্রতিনিধি, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) ||
জেলার রাণীশংকৈলে বাইসাইকেল চুরির হিড়িক পড়েছে। সম্প্রতি পৌরশহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি বাইসাইকেল চুরি গেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা বিশেষ করে সাইকেলমালিকরা।
গত বুধ ও বৃহস্পতিবার সন্ধায় শিবদিঘী পৌর মার্কেট থেকে পরপর দুটি সাইকেল চুরি হয়েছে। সাইকেল মালিক উপজেলার ক্ষুদ্র বাশঁবাড়ী গ্রামের রমজান ও রহমান বলেন, সাইকেল তালা মেরে খালি একটু বাজার করছিলাম। এসে দেখি সাইকেল নেই।
একইভাবে পৌরশহরের প্রগতি ক্লাবমোড়, রংপুরিয়া মার্কেট, ও শান্তিপুরসহ শহরের বিভিন্ন অঞ্চল থেকে সাইকেল চুরি হয়েছে। গ্রাম মহল্লার সাধারণ মানুষ বর্তমানে সাইকেল নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
শিবদিঘী পৌর মার্কেটের সভাপতি আনিসুর রহমান বাকী বলেন, সাইকেল চুরির ঘটনা, এরআগে ছিল না। যেভাবে সাইকেল চুরি যাচ্ছে তাতে এখনই সাধারণ মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ চান স্থানীয়রা।
বাংলাদেশ মানবধিকার কমিশনের উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে বেশ কিছু সাইকেল চুরি হয়েছে। আমি মনে করি স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই চোরের এত উৎপাত বেড়েছে। পুলিশ কঠোর হলে চুরি বন্ধ হয়ে যাবে বলে তিনি মনে করেন।
জানতে চাইলে অফিসার ইনর্চাজ(তদন্ত) আব্দুল লতিফ শেখ শুক্রবার মুঠোফোনে বলেন, সাইকেল চুরি হচ্ছে এ রকম কোন তথ্য আমাদের কাছে নেই। কেউ অভিযোগও করেনি।