সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জ প্রেমক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জ প্রেমক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জস্থ উকিলপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমদ, সহ সভাপতি মিজানুর রহমান, দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, মানব তালুকদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য ঝুনু চৌধুরী, অরুন চক্রবর্তী, সিরাজুল ইসলাম শ্যামল, আনোয়ারুল হক, সুলেমান আহমদ. ফরিদ আহমদ, রুজেল আহমদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

সংবাদ সারাদিন