সাংবাদিক মুজাক্কির খুনের প্রতিবাদে মুন্সীগঞ্জে সোচ্চারণ

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত সংবাদকর্মী মো: বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে অংশ নিয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব।

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত সংবাদকর্মী মো: বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে অংশ নিয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব। প্রতিবাদী এই মানববন্ধনে কর্মসূচিতে ক্লাবের সদস্যরা ছাড়াও অন্য সংবাদকর্মীরাও অংশ নেন।

শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির খুনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

গত শুক্রবার ১৯শে ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় মারমুখী এই পরিস্থিতিতে গুলি ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদেরই একজন অনলাইন পোর্টাল বার্তাবাজারের স্থানীয় প্রতিনিধি মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনও এক পক্ষের গুলিতে রক্তাক্ত হন মাত্র ২৫ বছর বয়সী এই সাংবাদিক। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

সংবাদ সারাদিন