|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
রামপালে সাংবাদিক পরিচয়ে মসজিদের ইমামের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদার টাকা নেয়ায় দুই প্রতারককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা ৷ শনিবার দুপুরে উপজেলার গিলাতলা বাজার জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে ৷
স্থানীয় সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের ইকরামুল হক রাজিব (২৭) এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি পরিচয়দানকারী ফয়সাল আহমেদ মেজবা (৩৫) নামের এক ব্যাক্তিকে সাথে নিয়ে শুক্রবার দিন স্থানীয় জামে মসজিদের ইমাম এর কাছে যায় ৷
সেখানে গিয়ে তারা ভয়ভীতি দেখিয়ে ১ হাজার টাকা নিয়ে দ্রুত সরে পড়ে ৷ পরে ঘটনা জানাজানি হলে ওইদিনই স্থানীয় লোকজন রাজিব কে ধরে গণধোলাই দেয় এবং ফয়সালকে হাজির করাতে বলে ৷ শনিবার রাজিব নিজে ফোন করে ফয়সাল আহমেদ মেজবা নামে ওই ব্যাক্তিকে গিলাতলা বাজারে ডেকে আনলে তাকে ধরেও গনধোলাই দেন স্থানীয়রা ৷ পরে কানধরে মাফ চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয় ৷
রাজিবের ফেসবুক প্রোফাইল থেকে দেখাগেছে সে অন্তত ১০/১২ টি অনলাইন টিভি পোর্টালের কোনটিতে স্টাফ রিপোর্টার, কোনটিতে রামপাল প্রতিনিধি, কোনটিতে বাগেরহাট প্রতিনিধি এমনটি লিখে রেখেছে ৷ এ ধরনের সাংবাদিক পরিচয়ধারী প্রতারকদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা ৷