সাংবাদিকদের উদ্যোগে রাষ্ট্রিয় সহায়তা পেলেন প্রতিবন্ধী জসিম

সম্প্রতি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের কাছে নতুন ঘরের জন্য আবেদন করি। সে আবেদনের প্রেক্ষিতে লক্ষ্মীপুরের সাংবাদিক মো. রবিউল ইসলাম খান, সাগর ওয়াহিদ ফরহাদ, আব্দুল মালেক নিরব উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়ে রাষ্ট্রিয় সহায়তার অনুরোধ জানান।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

জরাজীর্ণ ঘর মেরামতের জন্য নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী জসিম উদ্দিন। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামের চা দোকানি শামছুল হকের ছেলে জসিমকে রাষ্ট্রিয় এই সহায়তা পাইয়ে দেন জেলায় কর্মরত সাংবাদিকরা। জসিম দৃষ্টিহীন হয়েও স্নাতক শেষ করে বর্তমানে স্নাতকোত্তরে পড়ছেন।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিম বলেন, দীর্ঘদিন থেকে জরাজীর্ণ একটি টিনের ঘরে থাকতে হচ্ছে আমাকে। কয়েকবার উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন অফিসে আবেদন করেও কোন সহায়তা পাইনি। সম্প্রতি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের কাছে নতুন ঘরের জন্য আবেদন করি। সে আবেদনের প্রেক্ষিতে লক্ষ্মীপুরের সাংবাদিক মো. রবিউল ইসলাম খান, সাগর ওয়াহিদ ফরহাদ, আব্দুল মালেক নিরব উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়ে রাষ্ট্রিয় সহায়তার অনুরোধ জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার ২৩শে মার্চ বিকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারেফ হোসেন আমাকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দিয়েছেন। যা দিয়ে ঘর মেরামত করতে পারবো। আজ আমি অনেক খুশি। 

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দৃষ্টিপ্রতিবন্ধী জসিম উদ্দিনের জন্য ঢেউটিন ও নগদ টাকা চেক দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী জসিম হোসেন একটি নতুন ঘরের জন্য আবেদন করেন। কিন্তু বরাদ্দ না থাকায় সাময়িক মেরামতের জন্য জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশে, তাকে নগদ ৬ হাজার টাকার চেক ও ২ বান ঢেউটিন দেওয়া হয়েছে।

সংবাদ সারাদিন