|| সারাবেলা প্রতিনিধি, সরিষাবাড়ী(জামালপুর) ||
বন্যার তোড়ে ব্রিজের স্প্যান নদীতে ভেসে যাওয়ায় বিপাকে পড়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর আড়াই লাখ মানুষ। তাদের একমাত্র যাতায়াতের পথ এখন বিচ্ছিন্ন। সোমবার রাত দেড় টার দিকে উপজেলার শুয়াকৈর গ্রামের ঝিনাই নদীর উপর ২’শ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৪০ মিটারের ৬ ও ৭ নম্বর স্প্যানের ৬ নম্বর পিলারটি নদীতে ভেঙ্গে পড়ে। এতে করে উপজেলার সঙ্গে কামরাবাদ ও সাতপোয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যার কারণে ব্রিজটি গত মঙ্গলবার বিকেলে ঝুঁকিপুর্ন ঘোষনা করে উপজেলা কর্তৃপক্ষ। বুধবার সকালে ব্রিজ এলাকা পরির্দশন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।
সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী রাকিব হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্রিজটি পুনর্নির্মান সম্ভব কিনা তা যাচাই করা হবে। পরীক্ষার পর ব্রিজটি মেরামত করা না গেলে দ্রুত নতুন আরেকটি সেতু তৈরি করা হবে। তিনি আরও জানান, ব্রিজটির আশ পাশে ড্রেজার মেশিন দিয়ে বালি তোলায় এর পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় সেটি সহজেই নদীতে বিলীন হয়েছে।