|| অনলাইন প্রতিনিধি, সরিষাবাড়ি ||
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধ লকডাউনে থাকা স্থানীয় সহস্রাধিক নিম্ন আয়ের কর্মহীন ও হতদরিদ্র নারী-পুরুষ ত্রানের দাবিতে সরিষবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর পাকা সড়কে অবস্থান কর্মসূচী করেছে। রোববার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পৌর সভার ঝালু পাড়া ঘাট এলাকায় ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচী শেষে সমাবেশ করা হয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বিক্ষুব্ধদের ত্রানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবস্থান ছেড়ে চলে যায়।
সমাবেশে এলাকাবাসীর পক্ষে-পৌর সভার সার্মথ বাড়ী পাড়া গ্রামের অটো চালক খলিলুর রহমান, হোটেল শ্রমিক মানিক জান, চা দোকানদার বিজয় ও হাফিজুর রহমান,শ্রমজিবী লক্ষি রাণী ,সোনা ভানু প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষুব্ধরা বলেন,আমরা ক্ষুধার্ত,সরকারের কাছে আমরা ত্রান সহায়তা বরাদ্দের দাবী জানাই।
এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে এান বিতরন করা হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে কোন দল বা গোষ্ঠীর ইন্ধনে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হছে কিনা সেটাও খতিয়ে দেখে তাদেরকে চিহ্নিত করে ওই সব ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। বিক্ষুব্ধ হত দরিদ্রদের তালিকা করা হচ্ছে। তাদেরকে দ্রুত ত্রান পৌছে দেয়া হবে।
