সরিষাবাড়িতে হারভেস্টারে ধান কাটা উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

||অনলাইন প্রতিনিধি, সরিষাবাড়ি (জামালপুর) ||

সরিষাবাড়িতে শুরু হয়েছে হারভেস্টারে ধান কাটা কার্যক্রম। শনিবার ২রা এপ্রিল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের আয়োজিত এই কার্যক্রম উদ্বোধন করেন
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর গ্রামের কৃষক সোহেল রানার ৩ বিঘা জমির ধান কাটার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়ে।

এসময়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, কৃষিকে যান্ত্রিকীকরণের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয় ভর্তুকি মূল্যে ও ব্যক্তির যৌথ বিনিয়োগে কম্বাইন্ড হারভেস্টার মেশিন তৃনমূলে কৃষকের হাতে তুলে দিচ্ছে।

তিনি আরও বলেন, কৃষক যাতে নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারে সেজন্য গুরুত্বসহকারে কাজ করছে বর্তমান সরকার। এই দূযোর্গসময়ে নিরবিচ্ছিন্নভাবে বেশী ফসল উৎপাদনের জন্য কৃষকের পাশে থেকে সেবা দিতে আমরা বদ্ধপরিকর। মেশিনের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অসহায় দরিদ্র কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিচ্ছে ও দিয়ে যাবে।’

কৃষিতে অধিকতর বিনিয়োগ ও বিজ্ঞানসম্মত উপায়ে যান্ত্রিকীকরণের মাধ্যমে সকলের খাদ্য চাহিদা মেটাতে সক্ষমতা অর্জনে বর্তমান সরকারের এ উদ্যোগ সফল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ, সহযোগীতা করছে।

এ সময উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, ইউপি চেয়ারম্যান শামস উদ্দিন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল, পোগলদিঘা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার মাজেদুর রহমান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন