|| অনলাইন প্রতিনিথি, সরিষাবাড়ী (জামালপুর) ||
জামালপুরের সরিষবাড়ীতে করোনাদুর্গতের নগদ টাকা দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সংস্থাটির আল্ট্রা পুউর গ্র্যাজুয়েশন প্রোগ্রারে আওতায় কর্মহীনদের এই সহায়তা দেয়া হয়।
সরিষাবাড়ী বাউসী ব্র্যাক অফিস থেকে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৬৪ জন সদস্যকে এ অর্থ দেয়া হবে । বুধবার বিকেলে এ নগদ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাক সরিষাবাড়ীর শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন। এসময় এ.এম দাবি’র শহীদুল ইসলাম, এ.এম প্রগতী’র শহীদুল ইসলাম, প্রোগ্রাম অর্গনাইজার সাইফুল ইসলাম, ইউপিজি শাখা ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস,পিও সেলিম রেজা উপস্থিত ছিলেন।
ইউপিজি এর আওতায় সকল সদস্যকেই এ নগদসহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)