|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের সরকারের শক্তি বাড়ছে। সরকারের টাকা জনগণের টাকা। জেলার ২৭৪ জন লোককে চিকিৎসার সহযোগীতা হিসেবে ৫০হাজার টাকা করে ১ কোটি ৪৭ লক্ষ টাকা দিয়েছে সরকার। যা অবিশ্বাস্য ব্যাপার।
রোববার ১১ই এপ্রিল বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের মিলনায়তনে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সভায় ভার্চ্যুয়াল ভাবে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,আমরা এক অনিশ্চিয়তার দিকে হাঁটছি। কালকে কি হবে বলতে পারছি না। মার্কিনিদের সিস্টেম কাছ থেকে দেখে এসেছি। প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। উন্নত দেশ হয়েও করোনায় হিমশিমে পড়তে হয়েছে।
তাই সবার সহযোগীতায় করোনার দ্বিতীয় ধাক্কা আমাদেরকে মোকাবেলা করতে হবে। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার জন্য সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে যাওয়া বন্ধ করতে হবে। সচেতনতাই পারে এই মহামারী থেকে রক্ষা করতে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে রোগেীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিতা রায়, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল প্রমুখ।