সমাজের অগ্রযাত্রায় প্রতিবন্ধীদেরও অন্তর্ভুক্তি চাইলেন মেয়র টিটু

বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২ সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা তা করেছি এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

সমাজের অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

শনিবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে ৫০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সিটি মেয়র।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২ সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা তা করেছি এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

সিটি মেয়র এ সময় সমাজের স্বচ্ছল মানুষদের প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়ানোর আহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু এবং ২৭, ২৮, ২৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর জান্নাতী কাউসার।

এ সময় অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন