|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বিপিএম (বার) সপরিবারে ব্যক্তিগত সফরে কক্সবাজারের টেকনাফের সাগর কন্যা সেন্টমার্টিন ভ্রমণে রয়েছেন। গেলো ২১শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টারদিকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বিপিএম (বার) সপরিবারে সেন্টমার্টিন এসে পৌঁছন।
এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মো. মুসলিম (পিপিএম), কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি মো. জিল্লুর রহমান, টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমানসহ পুলিশের পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
এসময় জেলা পুলিশ সুপার, টেকনাফ মডেল থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশ মহাপরিদর্শককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির একটি চৌকষ দল গার্ড অব অনার দেয়। এরপর পুলিশ মহাপরিদর্শক নবনির্মিত সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির অফিসার্স মেস পরিদর্শন করেন। পর্যটন রাণী সেন্টমার্টিনের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। রাতে থেকে ও বেড়ানোশেষে তিনি কালই (শুক্রবার)সেন্টমার্টিন ছাড়বেন।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, পুলিশের আইজিপি মহোদয় সপরিবারে সেন্টমার্টিন ভ্রমণে এসেছেন। পুলিশ ও দ্বীপবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি নবনির্মিত পুলিশ ম্যাচে অবস্থান নিয়েছেন। কাল(শুক্রবার) সকালের দিকে দ্বীপে বেড়ানোশেষে তিনি বিকালের দিকেই ঢাকা রওয়ানা দেবেন বলে জানা গেছে।