সংযোগ’র অমর একুশে প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘরবন্দি শিশু-কিশোর ও তরুণদের নিয়ে 'অমর একুশে প্রতিযোগিতা ২০২১' আয়োজন করছে ফেইসবুক ভিত্তিক অনলাইন সোশাল ওয়ার্কিং প্লাটফর্ম সংযোগঃ কানেক্টিং পিপল

সারাবেলা প্রতিবেদনঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘরবন্দি শিশু-কিশোর ও তরুণদের নিয়ে ‘অমর একুশে প্রতিযোগিতা ২০২১’ আয়োজন করছে ফেইসবুক ভিত্তিক অনলাইন সোশাল ওয়ার্কিং প্লাটফর্ম “সংযোগঃ কানেক্টিং পিপল”।  ১ থেকে ২১ বছরের বাংলা ভাষাভাষী যেকউ অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়।

সংযোগ থেকে প্রতিযোগীতায় আবেদন আহবান করার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ১ হাজারের অংশগ্রহণকারী অনলাইনে নিবন্ধন করেছে। আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে।

প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা, কবিতা আবৃত্তি ,গান, অমর একুশে নিয়ে ২ মিনিটের উপস্থাপনা, নৃত্য, সৃজনশীল উপস্থাপনা ও চিত্রাঙ্কন নিয়ে  অংশ নেয়া যাবে । একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা আগামী ২২শে জানুয়ারি প্রকাশ হবে।

‘সংযোগ বিজয় অলিম্পিয়াড ২০২০’-অংশ নেয়া প্রতিযোগীর আঁকা ছবি ।

অনলাইনে ২৪শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । ৮ই ফেব্রুয়ারি বিজয়ীদের নাম প্রকাশ করা হবে । পরে ১২ই ফেব্রুয়ারি থেকে ২০ই ফেব্রুয়ারি সময়ের মধ্যে অংশগ্রহণকারী এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় উপহারসহ অভিনন্দন পত্র পাঠানো হবে।

উল্লেখ্য, শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এইবারের বিজয় দিবসে “সংযোগ বিজয় অলিম্পিয়াড ২০২০” আয়োজন করেছিল।  দেশের পাশাপাশি প্রবাসী প্রায় ৩০০ শিশু-কিশোর চিত্রাঙ্কন, গান, কবিতা আবৃত্তি, নাচ, কবিতা ও গল্প লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।

‘সযোগ বিজয় অলিম্পিয়াড ২০২০’- এর উপহার হাতে ছোট্ট শিশু।

করোনাকালীন সময়ে  স্কুল বন্ধ থাকায় সংযোগ কানেক্টিং পিপল দেশে প্রবাসে থাকা শিশু কিশোরদের মনে বাংলাদেশের প্রতি মমত্ববোধ বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়।

 

সংযোগ অমর একুশে প্রতিযোগীতায় অংশ নিতে এখানে ক্লিক করুন।

 

সংবাদ সারাদিন