|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটিতে দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জনউৎসারি সাংবাদিকতার পথপ্রত্যয়ী দৈনিক সংবাদ সারাবেলার জয়পুরহাট প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ।
‘মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল’ এই স্লোগান নিয়ে সাংবাদিকদের পেশার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রত্যয়ী জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) ত্রি-বার্ষিক সম্মেলনে গঠিত হয়েছে ১৯ সদস্যের নতুন কমিটি।
মঙ্গলবার রাতে স্থানীয় একটি মিনি চাইনিজে সাধারণ সভার মাধ্যমে দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখর মজুমদারকে সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তর ও বাংলা টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিমকে মহাসচিব করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ (আরটিভি ও দৈনিক সময়ের আলো), সহ-সভাপতি এস এম শফিকুল ইসলাম (একুশে টিভি ও দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি বিপুল কুমার সরকার (মাইটিভি), সহকারী মহাসচিব মোয়াজ্জেম হোসেন (একাত্তর টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ), সহকারী মহাসচিব কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ) সহকারী মহাসচিব সুলতান মাহমুদ (জয়যাত্রা টিভি ও দৈনিক নবচেতনা), কোষাধ্যক্ষ মিলন রায়হান (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক চম্পক কুমার (দৈনিক জাগরণ), প্রচার সম্পাদক এ্যাডভোকেট আরাফাত হোসেন মুন (দৈনিক জয়পুরহাট খবর), দপ্তর সম্পাদক মাহফুজার রহমান (দৈনিক সংবাদ সারাবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ নোমান (এশিয়ান টিভি ও দৈনিক সরেজমিন বার্তা), জনকল্যাণ সম্পাদক আব্দুল কাদের সুজন (মোহনা টিভি)।
এছাড়াও নির্বাহী সদস্য পদে রয়েছেন, সুমন কুমার সাহা (দৈনিক চাঁদনীবাজার), শফিউল বারী রাসেল (চ্যানেল আই), সোহেল আহমেদ লিও (দৈনিক তৃতীয় মাত্রা), আরমান হোসেন (দৈনিক আজকের সংবাদ), ও জাহাঙ্গীর আলম খাঁন (গ্লোবাল টিভি)।
সদস্য হয়েছেন, নহিদ আক্তার (আনন্দ টিভি), মিনহাজুর রহমান ছোটন (ডেইলী আওয়ার টাইম), সেলিম রেজা (দৈনিক স্বাধীন বাংলা), সিদ্দিকুর রহমান হিরু (দৈনিক স্বাধীন মত), অশোক কুমার গৌর (দৈনিক নতুন দিন), সুজন কুমার মন্ডল (দৈনিক প্রভাতের আলো), আনিছুর রহমান বিটন (দৈনিক মুক্ত খবর), মেহেদী হাসান রাজু (দৈনিক বাংলাদেশ কণ্ঠ), রাকিবুল হাসান রাকিব (দৈনিক আলোকিত সকাল) ও শাহাদত হোসেন (দৈনিক আজকের দর্পণ)।
জেলার জেলা প্রতিনিধি, ব্যুরো প্রধান ও স্টাফ রিপোর্টার নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সরকারের বৈধ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলা প্রতিনিধি, ব্যুরো প্রধান ও স্টাফ রিপোর্টাররা জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য হতে পারবেন।
এই কমিটি নির্বাচনে এস.এম সোলায়মান আলী প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।